AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫১ পিএম, ১৮ মার্চ, ২০২৫
বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। এর আগে সোমবার এক শতাংশ বৃদ্ধি পায় তেলে দাম। খবর আরব নিউজ।সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় প্রতি ব্যারেল ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ৭১.৪৩ ডলার। আমেরিকায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৩২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ৬৭.৯০ শতাংশ হয়েছে। 

জ্বালানি তেল বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে হুতি বাহিনীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ ও বেশ কয়েকটি কারণে বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ১০০টির বেশি হামলা চালিয়েছে হুতি বাহিনী। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে।

এদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র পাঠানো ও ড্রোন জব্দ করতে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল সামরিক অভিযান চালাতে হচ্ছে। কিন্তু এত দিন মার্কিন প্রশাসনের কোনও ব্যবস্থা বিশেষ কাজে আসেনি। সে কারণেই ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর নতুন করে হামলা শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন। দেশটির অর্থনীতির গতি কমায় তেলের ওপর কিছুটা প্রভাব পড়েছে। এছাড়াও দেশটিতে কারখানার উৎপাদন কমায় বেকারত্বের হর দুই বছরের মধ্যে বেড়েছে সর্বোচ্চ।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যানুসারে, চলতি বছর বিশ্ববাজারে দৈনিক চাহিদার চেয়ে ছয় লাখ ব্যারেল তেল বেশি সরবরাহ থাকবে বলে তাদের পূর্বাভাস। তেল উৎপাদনকারী দেশগুলোও অবশ্য আগে সেরকম আভাস দেওয়া হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদন বৃদ্ধি এবং অন্যদিকে চীনের চাহিদা কম থাকা এ দুই কারণে সরবরাহ বেড়ে যাবে। ফলে চলতি বছরে তেলের দাম তেমন একটা বাড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!