গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে মধ্যরাতে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে জানিয়েছেন, ইসরাইল বেশ ক’টি বিমান হামলা চালালে খান ইউনিস ও গাজা সিটিতে ১৩ জন নিহত এবং নারী ও শিশুসহ কয়েক ডজন আহত হয়েছেন।
ইসরাইল ও ফিলিস্তিনির হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরাইল মঙ্গলবার গাজা উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতি হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেঙে যাওয়ার পর বোমা হামলায় ৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও পুরুষ।
মঙ্গলবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হামলা ‘সবেমাত্র শুরু’ এবং হামাসের সাথে ভবিষ্যতের আলোচনা ‘শুধুমাত্র আক্রমণের মুখেই হবে।’
তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে। আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে এটি কেবল শুরু।’
নেতানিয়াহুর কার্যালয় বুধবার ভোরে বলেছে, ইসরাইলি সরকার উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গাভীরকে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে পুনর্নিয়োগের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন’ করেছে।১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে বেন গাভীর পদত্যাগ করেন। তিনি চুক্তিকে ইহুদি শক্তি দলের ‘হামাসের কাছে আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । তবে হামাস এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :