AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন সন্তানকে হত্যার পর স্বামীকে নিয়ে সেহেরি খেলেন মা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:২৬ পিএম, ১৯ মার্চ, ২০২৫
তিন সন্তানকে হত্যার পর স্বামীকে নিয়ে সেহেরি খেলেন মা

মিশরের খানকায় নিজ হাতে তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে ২৯ বছর বয়সী ‘সুজান’ নামে এক নারীকে আটক করে মানসিক হাসপাতালে পাঠিয়েছে ক্যালিউবিয়া জেলার খানকা থানার পুলিশ।  

ইয়ুম- সাবাহ পত্রিকা জানায়, গত শনিবার ভোরে ক্যালিউবিয়া জেলার খানকার কাফর ইল হামজা এলাকার এজবেত এল মানতাউইতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় একে একে শ্বাসরোধ করে  ৩ সন্তানকে করে হত্যা করে মা সুজান। নিহতরা হলেন, শাহদ সালেহ মাহমুদ (১২), মাহমুদ সালেহ মাহমুদ (৭),  এবং আয়া মাহমুদ সালেহ ৫ বছর বয়সী।

সুজান তার তিন সন্তানকে হত্যা করার পর  তার স্বামীর জন্য সেহরি তৈরি করেন এবং একসাথে সেহরি খেয়ে‌ গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত নারী পালিয়ে গিয়ে তার এক আত্মীয়কে ঘটনাটি জানালে সেই আত্মীয় তাৎক্ষণিকভাবে শিশুদের বাবাকে জানানোর পরেই তাদের উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শিশুরা ইতিমধ্যেই মারা যান।

মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সুজান মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে, যা তাকে এই অপরাধ করতে প্ররোচিত করতে পারে। যাকে গুরুতর মানসিক অবনতি হিসাবে বর্ণনা করা হয়েছে।

ফরেনসিক ডাক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পাবলিক প্রসিকিউশন তিনটি মৃতদেহ দাফনের অনুমতি দেয়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!