AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে পর্যটক নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৭ পিএম, ২২ মার্চ, ২০২৫
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে পর্যটক নিহত

কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির কাছে উত্তাল জলরাশিতে ১৬ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। ফলে, একজন অস্ট্রেলীয় মহিলা নিহত এবং কমপক্ষে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দ্বীপের পুলিশ প্রধান ইদা বাগুস পুত্রা সুমের্তা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার সকালে সি ড্রাগন ২ নামের নৌকাটি বালির কাছে একটি জনপ্রিয় দ্বীপ নুসা পেনিদা যাচ্ছিল। এমন সময় বড় ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি। এতে ১১ জন অস্ট্রেলীয় পর্যটকসহ যাত্রীদের কাছের একটি নৌকা উদ্ধার করে।

ইদা বলেন, দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ একজন পর্যটককে মৃত ঘোষণা করেছে। দগ্ধ অন্য একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, কমপক্ষে দুইজন অস্ট্রেলীয় আহত হয়েছেন। তারা  মারা যাওয়া একজনের পরিবারকে কনস্যুলার পরিষেবা প্রদান করছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।নিরাপত্তার মানদণ্ডের দুর্বলতার কারণে প্রায় ১৭ হাজার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা।

২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদগুলোর মধ্যে একটিতে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষ ডুবে মারা যায়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!