মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গাজায় হামলা চালিয়ে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর আক্রমণে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (২৫ মার্চ) সকালে এ তথ্য জানায়।
যুদ্ধবিরতি উপেক্ষা করে ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যাদের প্রতি মার্কিন সহায়তা রয়েছে। এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জন প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন।
রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫০,০৩৩ জনে, যাদের মধ্যে ১৭,০০০ শিশু রয়েছে। এছাড়া, ১,১৩,২৭৪ জন আহত হয়েছে।
এছাড়া, দখলদার বাহিনীর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি-ঘর ত্যাগ করতে বাধ্য হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :