গাজা উপত্যকায় ইসরায়েলের পৃথক হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক রয়েছেন। নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। খবর আল জাজিরা
সাংবাদিক হোসাম শাহবাত আল জাজিরা মোবাশ্বেরে কাজ করতেন। সোমবার (২৪ মার্চ) উত্তর গাজায় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি গাজায় সংবাদ প্রতিবেদন চালিয়ে যাওয়ার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরায়েল সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আযম বলেন, মনসুরকে ‘তার বাড়িতে স্ত্রী এবং ছেলের সঙ্গে হত্যা করা হয়েছে। এখানেও আক্রমণ চালানো হয়েছে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই।
গাজার সরকারি মিডিয়া অফিস (জিএমও) অনুসারে, দুই সাংবাদিকের হত্যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত মিডিয়া কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।
সোমবার এক বিবৃতিতে জিএমও বলেছে, তারা ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রেস অ্যাডভোকেসি গ্রুপগুলোকে গাজায় ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়াকর্মীদের বিরুদ্ধে এই পদ্ধতিগত অপরাধের নিন্দা করার আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :