যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। তবে, এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে কূটনৈতিক সমাধানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে ট্যামি ব্রুস বলেন, "ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেকোনো বিষয়ের কূটনৈতিক সমাধানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"
ব্রিফিংয়ে এক প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান আসন্ন ইসলামী চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন। এ পরিস্থিতিতে সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের আলোকে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে? এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় মার্কিন সরকার কী উদ্যোগ নিচ্ছে?
জবাবে ট্যামি ব্রুস বলেন, "আমরা যে প্রশ্নগুলোর মুখোমুখি হই, সেগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো— আমরা অন্য দেশগুলোকে বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে কী আশা করি। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।"
তিনি আরও বলেন, "সৌভাগ্যবশত, আমাদের এমন একটি প্রশাসন ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, যারা কূটনৈতিক সমাধানের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বজুড়ে আমাদের মিত্রদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের শক্তি ও প্রভাবকেও কাজে লাগাচ্ছেন।"
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :