যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা তীব্র হওয়ায় নতুন করে হতাহতের সংখ্যা বাড়ছে। জিম্মিদের মুক্ত করতে আরও কঠোর অবস্থান নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে, তারা জিম্মিদের কফিনে ফিরিয়ে দেবে।
বুধবার (২৬ মার্চ) এক বিবৃতিতে হামাস এই সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েল যদি গাজা উপত্যকায় বলপ্রয়োগ ও বিমান হামলা চালিয়ে তাদের জিম্মিদের উদ্ধারের চেষ্টা করে তাহলে জিম্মিদের হত্যা করা হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, দখলদারদের বন্দীদের বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তারা। কিন্তু ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ তাদের জীবনকে বিপন্ন করছে। দখলদাররা জোর করে তার বন্দীদের পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রাখলে শেষ পর্যন্ত তাদের কফিনে ফেরত পাঠানো হবে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু অংশ দখলে নেওয়া হবে। তারা (হামাস) যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করবে, আমরা তত বেশি চাপ প্রয়োগ করব।
ইসরায়েল গত সপ্তাহে গাজা উপত্যকাজুড়ে পুনরায় তীব্র বিমান হামলা শুরু করে। এ ছাড়া স্থল অভিযানের মাধ্যমে জানুয়ারিতে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পুনরায় হামলা শুরুর পর থেকে কমপক্ষে ৮৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলের এক হাজার ২১৮ জন সামরিক ও বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে গাজায় কমপক্ষে ৫০ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :