দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ৫০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মতে প্রথমটির মাত্রা ছিল ৭.৭ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৬.৪।
সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে ইরাবতী নদীর ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের একটি সেতু ধসে পড়েছে।
ইরাবতী জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে ভেঙে পড়া ৯১ বছর বয়সী ঔপনিবেশিক আমলের আভা সেতুটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল। পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত এই সেতুটি মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর ওপর বিস্তৃত।
এছাড়া রাজধানী নেপিদোর পাশাপাশি মান্দালয় শহরের বেশ কিছু ভবন ভেঙে পড়েছে। ভূমিকম্পের তীব্রতায় দেশটির রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে মান্দালয়, নেপিদো এবং অন্যান্য এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলেও জানিয়েছে দ্য ইরাবতী।
ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এ ছাড়া থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে দেশ দু’টির সরকার।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবন কাঁপছে। ভবনের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়ছে মাটিতে। দেশটির রাজধানীর বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে। ব্যাংককের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধেসে ৪৩ নির্মাণকর্মী নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :