AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:১২ এএম, ৯ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় একই পরিবারের ছয় সদস্যসহ আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে চলমান আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮০০-এর বেশি।

বুধবার (৯ এপ্রিল) বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ এপ্রিল) গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিনের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি।

এর মধ্যে, গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা বর্ষণের ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হন। উত্তর-পশ্চিম গাজার একটি আশ্রয়কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় নিহত হন আরও চারজন।

এছাড়া পশ্চিম গাজায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন এক সাবেক পেশাদার ফুটবলার। দক্ষিণ-পশ্চিম গাজার তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহের সময় ড্রোন হামলায় নিহত হন আরও দুইজন। আহত হন আরও কয়েকজন।

দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় নতুন হামলায় একজন এবং আগের হামলার ক্ষতিতে মারা গেছেন আরও তিনজন। একইসঙ্গে আল-মাওয়াসি এলাকায় আশ্রয়শিবিরে চালানো বিমান হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হন, আহত হন আরও ১২ জন।

এছাড়া গাজার ইউনিভার্সিটি কলেজ সংলগ্ন এলাকাতেও গোলাবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে তীব্র গোলাগুলির শব্দ পাওয়া গেছে। উপকূলীয় অঞ্চলগুলোতেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলার খবর মিলেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১,৪০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৩,৬০০ জনের বেশি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও গত মাস থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার ইস্যুতে মতবিরোধকে কেন্দ্র করে ইসরায়েল আবারও আগ্রাসন শুরু করেছে।

এর আগেই আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগে মামলা চলছে ইসরায়েলের বিরুদ্ধে।

তবে এসব আন্তর্জাতিক চাপ ও নিন্দার মাঝেও গাজায় থামছে না ইসরায়েলের হামলা। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, ধ্বংস হচ্ছে বসতবাড়ি ও নাগরিক অবকাঠামো।

 

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!