তিব্বত বিষয়ক ‘‘খারাপ আচরণে’’ জড়িত থাকার অভিযোগে মার্কিন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
দুই সপ্তাহ আগে তিব্বতে বিদেশিদের প্রবেশাধিকারের বিষয়ে চীনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে চীন।
লিন বলেন, “তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আন্তর্জাতিক সম্পর্ক ও আইন লঙ্ঘনের শামিল।” তিনি আরও বলেন, “চীন তিব্বতে ভ্রমণ ও ব্যবসায় আগ্রহী বিদেশিদের স্বাগত জানায়, তবে তথাকথিত মানবাধিকার ও সংস্কৃতির অজুহাতে হস্তক্ষেপের বিরোধিতা করে।”
চীন দাবি করে, বিদেশি পর্যটক ও কূটনীতিকরা তিব্বতে অনুমতি সাপেক্ষে ভ্রমণ করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র বলছে, সাংবাদিক ও কূটনীতিকদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৫০ সাল থেকে চীন তিব্বত দখল করে রেখেছে, যা নিয়ে ভারতের সঙ্গে একাধিকবার সীমান্ত সংঘর্ষ ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে চীন-ভারত সীমান্তে।
সূত্র: রয়টার্স।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :