AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঙ্গোতে নৌকাডুবিতে নিহত ৫০, নিখোঁজ ১০০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩১ এএম, ১৭ এপ্রিল, ২০২৫
কঙ্গোতে নৌকাডুবিতে নিহত ৫০, নিখোঁজ ১০০

কঙ্গো প্রজাতন্ত্রের উত্তরপশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ডের পর তা নদীতে ডুবে যাওয়ায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০০ জন। মঙ্গলবার রাতে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। খবর আল জাজিরা।

বুধবার (১৬ এপ্রিল) থেকে রেড ক্রস এবং প্রাদেশিক প্রশাসনের সহায়তায় উদ্ধারকাজ চলছে। নদী কমিশনার কমপিটেন্ট লোয়োকো জানান, মোটরচালিত কাঠের নৌকাটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। এমবানদাকা শহরের কাছাকাছি অবস্থানকালে কয়েকজন যাত্রী রান্না করছিলেন, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটি ডুবে যায়।

অগ্নিকাণ্ড ও ডুবির সময় অনেক যাত্রী সাঁতার না জানার পরও নদীতে ঝাঁপ দেন। এখন পর্যন্ত ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন এবং বর্তমানে এমবানদাকা টাউন হলে চিকিৎসাধীন রয়েছেন।

মধ্য আফ্রিকার এই দেশটিতে নৌ দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় মানুষজন প্রাচীন কাঠের নৌকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে যাতায়াত করেন, যা এমন ভয়াবহ দুর্ঘটনার অন্যতম কারণ।

আল জাজিরার সাংবাদিক অ্যালেইন উয়াকানি জানান, জরুরি উদ্ধারকাজে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের অভাব থাকায় উদ্ধার তৎপরতা বিলম্বিত হয়েছে। এর আগেও, গত বছরের ডিসেম্বরে একটি ফেরি ডুবে ৩৮ জন এবং অক্টোবরে অপর এক নৌকাডুবিতে ৭৮ জনের মৃত্যু হয়।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে
 

Shwapno
Link copied!