খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং তা সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় রুশ বাহিনী ইউক্রেনে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে।
রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেন যেন এ সময় হামলা না চালায়, সে ব্যাপারে আশাবাদী তারা। তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে অথবা উস্কানি দেয়, তাহলে রুশ সেনারা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিজেই সেনাদের নির্দেশ দিয়েছেন ইস্টার উপলক্ষে এ সময়কালে সকল ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে। আনুষ্ঠানিক ঘোষণায় তিনি বলেন, “মানবিক দিক বিবেচনায় নিয়ে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত আমরা ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছি। আমি সেনাদের নির্দেশ দিয়েছি, এই সময়কালে সব সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি ইউক্রেনীয় পক্ষও এই যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে। তবে যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘন বা শত্রুপক্ষের উস্কানির জবাব দিতে আমাদের বাহিনী প্রস্তুত থাকবে।”
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন। প্রথমদিকে কিয়েভ দখলের উদ্দেশ্যে আক্রমণ চালানো হলেও তা ব্যর্থ হয়। পরে রাশিয়া তাদের লক্ষ্য কেন্দ্রীভূত করে লুহানেস্ক ও দোনেৎস্ক অঞ্চলে। চলমান তিন বছরেরও বেশি সময় ধরে এসব অঞ্চলের প্রায় পুরোটা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :