মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে সোমবার (২১ এপ্রিল) সকালে ভারতে পৌঁছেছেন।
সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও মার্কিন সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স, যিনি ভারতীয় বংশোদ্ভুত, তাদের তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
এ সফরকে ঘিরে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো—দ্য হিন্দু, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া—প্রতিবেদন প্রকাশ করেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নয়া দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করেছে।
প্রতিবেদন বলছে, আজকেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
মোদি-ভ্যান্স অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত সফর। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সঙ্গে এসেছেন পাঁচ সদস্যের উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। এদের মধ্যে রয়েছেন পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়া বলছে, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন ভান্স। পালাম বিমানঘাঁটিতে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভান্সকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।
ভান্সকে স্বাগত জানাতে যাননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অথচ ‘প্রোটোকল’ মোতাবেক তাঁরই মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানাতে যাওয়ার কথা। শুধু তা-ই নয়, ভান্সের সম্মানে নৈশভোজের আয়োজন করার কথা উপরাষ্ট্রপতিরই। কিন্তু এ ক্ষেত্রে ভান্সকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন মোদী।
একুশে সংবাদ/ব.জ/এনএস
আপনার মতামত লিখুন :