AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৬ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহালগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালের দিকে পাহাড়ঘেরা এই পর্যটন এলাকায় ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হামলার স্থানটি একটি বিস্তৃত তৃণভূমি, যেখানে কেবল ঘোড়ায় কিংবা পায়ে হেঁটেই পৌঁছানো সম্ভব। ঘটনার সময় একটি পর্যটক দল ওই এলাকায় ভ্রমণে গেলে তাদের ওপর এ হামলা চালানো হয়।

কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, “এই হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলাগুলোর একটি।”

ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ফোনে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে অমিত শাহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় কাশ্মিরের রাজধানী শ্রীনগর-এর উদ্দেশে রওনা হন। সেখানে তিনি এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে অংশ নেবেন।

ঘটনার তদন্ত চলছে এবং পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!