কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি তোলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার অভিযোগ, ভারত ‘অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে’ হামলার ঘটনাকে ব্যবহার করে ইসলামাবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের বিরুদ্ধে তড়িঘড়ি করে ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হোক। সেই তদন্তে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”
এর আগে কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। দিল্লির দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার যোগসূত্র রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার ‘মোক্ষম জবাব’ দেওয়ার ঘোষণা দেন।
এর জের ধরেই নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের জন্য ভিসা নিষেধাজ্ঞা এবং সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও ভারতীয় ভিসা বন্ধ এবং আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
ভারতের সেনাবাহিনী দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে শনিবার রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী লস্কর কমান্ডার শাহিদ আহমেদের বাড়িসহ পাঁচ হামলাকারীর বাড়ি গুড়িয়ে দিয়েছে।
এদিকে সৌদি আরব ও ইরান দু’দেশের মাঝে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যেই এ উত্তেজনা নিরসনের পথ খুঁজে নেবে।”
বিশ্লেষকদের মতে, সিন্ধু চুক্তি বা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যেকোনো বড় কূটনৈতিক ভুল পুরো উপমহাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘও।
একুশে সংবাদ//ই.ট//এ.জে
আপনার মতামত লিখুন :