ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, যার জন্য ৬৩ হাজার কোটি রুপি মূল্যের চুক্তিতে সই হয়েছে ভারত। এই যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌবাহিনীর কাছে প্রদান করা হবে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর হাতে বর্তমানে ৩২টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে, যা পূর্বে ৪২টি ছিল। ভারতের পুরনো মিগ-২১ যুদ্ধবিমান ধাপে ধাপে বাতিল করা হচ্ছে। এই পরিস্থিতিতে ফ্রান্সের সঙ্গে ২৬টি যুদ্ধবিমানের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নয়া শক্তি অর্জন করতে চাচ্ছে ভারত।
এই নতুন ২৬টি রাফাল যুদ্ধবিমান ব্যবহার হবে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ। বর্তমানে রাশিয়ার তৈরি মিগ-২৯ বিমান ব্যবহৃত হচ্ছে এই যুদ্ধজাহাজে, কিন্তু রাফাল হাতে পেলে তা ধীরে ধীরে বাতিল করা হবে।
এর আগে, ২০১৬ সালের চুক্তিতে ভারত ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল, যা এখন ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।
এছাড়া, কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী নিজেদের শক্তি প্রদর্শন শুরু করেছে। ২৭ এপ্রিল তারা আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মহড়া দিয়েছে এবং জানিয়েছে যে তারা যেকোনো পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলা করতে প্রস্তুত।
ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার মাধ্যমে ভারতের নৌসেনার শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একুশে সংবাদ// স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :