AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“ট্রাম্প যা চেয়েছেন তা কখনও হবে না”: বিজয়ী ভাষণে কানাডার প্রধানমন্ত্রী কার্নি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৫

“ট্রাম্প যা চেয়েছেন তা কখনও হবে না”: বিজয়ী ভাষণে কানাডার প্রধানমন্ত্রী কার্নি

কানাডার জাতীয় নির্বাচনে জয় পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। বিজয়ী ভাষণে তিনি বলেন, “ট্রাম্প আমাদের মনোবল ভাঙতে চেয়েছিলেন, কিন্তু তা কখনোই হবে না।”

সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে জয় নিশ্চিতের পর কার্নি তার সমর্থকদের উদ্দেশে বলেন, “আমেরিকা আমাদের জমি, সম্পদ ও দেশ দখল করতে চায়— আমি বহুদিন ধরেই এ বিষয়ে সতর্ক করে আসছি।” সমর্থকরা এই বক্তব্যে সাড়া দিয়ে একসঙ্গে বলেন, “কখনও না।”

বিশ্বব্যাপী আর্থিক প্রভাব ও ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যেও কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি জয়ের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। নির্বাচনী প্রচারে দেশের অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশনীতি এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলো ছিলো মুখ্য।

বিজয়ী ভাষণে কার্নি তিনটি মূল্যবোধ— নম্রতা, উচ্চাকাঙ্ক্ষা ও ঐক্য—-কে সামনে রেখে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, “নম্রতা মানে হচ্ছে সব দলের, সব প্রদেশের ও আদিবাসীদের সঙ্গে কাজ করা।”

রাজনীতিতে নবাগত হলেও আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থাপনায় অভিজ্ঞ কার্নি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে কানাডা এখন এক নতুন পর্বে প্রবেশ করলো।

কার্নি প্রতিশ্রুতি দিয়েছেন, “যারা আমাকে ভোট দেননি, তাদের প্রতিও আমার দায়বদ্ধতা রয়েছে। আমি সবার জন্য কাজ করবো।”

 


একুশে সংবাদ//জা.নি/এ.জে

Shwapno
Link copied!