AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
১০:৫৮ এএম, ২৫ মার্চ, ২০২৪
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি)। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার
পদের সংখ্যা: অনির্ধারিত
বয়স: ২০ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি বা আইন  বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর স্কেল অন্তত ৪.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ-৪-এর স্কেল অন্তত ৩ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বেতন-ভাতা: দুই পদেই নির্বাচিত প্রার্থীদের এক বছর প্রবেশনকাল হিসেবে কাজ করতে হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি স্থায়ী হলে নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

একুশে সংবাদ/এস কে

Link copied!