আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ইমারজেন্সি রোহিঙ্গা রেসপন্স প্রকল্পে সার্ভে কো-অর্ডিনেটর-এসইএনএস সার্ভে পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: সার্ভে কো-অর্ডিনেটর-এসইএনএস সার্ভে
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিউট্রিশন, পাবলিক হেলথ বা হিউম্যানিটারিয়ান ইমারজেন্সি বিষয়ে অত্যধিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মানবাধিকার ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নিউট্রিশন–সংক্রান্ত সার্ভে কাজ ব্যবস্থাপনায় অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্মার্ট সার্ভে মেথোডোলজি ও ডাটা অ্যানালাইসিস সফটওয়্যারের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। উপস্থাপনায় দক্ষ ও মোবাইল ডাটা কালেকশন বিষয়ে জ্ঞান থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,৪১,৭৯১ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে
আবেদনের শেষ সময়: ৬ আগস্ট, ২০২৪।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :