AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৭তম বিসিএসের আবেদন শুরু, জানা গেল তারিখ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৬ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
৪৭তম বিসিএসের আবেদন শুরু, জানা গেল তারিখ

৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর স্থগিত হওয়া অনলাইন আবেদন ফের শুরুর কথা জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫ ইং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। এর আগে এদিন সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু সংক্রান্ত একটি সভা হয় কমিশনের। সভায় ৪৭তম বিসিএসের আবেদনের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের জন্য আবেদন শুরুর কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করে পিএসসি।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আর শেষ সময় ছিল আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু আবেদন শুরুর আগের দিন স্থগিত করা হলো এ প্রক্রিয়া।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!