AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারাসিটামল খেলে জ্বর কমে কেন?


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০১:৪৯ পিএম, ২৫ জুন, ২০২৪
প্যারাসিটামল খেলে জ্বর কমে কেন?

                                                                          প্যারাসিটামল খেলে জ্বর কমে কেন?

মানবদেহ

মাঝেমধ্যে রোগজীবাণু আক্রমণ করে আমাদের শরীরে। দুর্ঘটনায় আঘাত লাগে দেহে। এমন পরিস্থিতিতে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। 

এই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় অটোকয়েডস (Autacoids)। দেহে বিভিন্ন ধরনের অটোকয়েড তৈরি হয়। এসব অটোকয়েড নিঃসরিত অন্যান্য উপসর্গের সাথে বেড়ে যায় দেহের তাপমাত্রা। এই তাপমাত্রা বেড়ে যাওয়াকেই আমরা বলি জ্বর।
আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামে একটি অংশ আছে। এই অংশের কাজ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। রোগজীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য শরীর ডাইনোপ্রোস্টন নামে একটি অটোকয়েড নিঃসরণ করে। ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। 

জ্বরে তাপমাত্রা মাপা হচ্ছে

এই জ্বর কমাতে হলে ডাইনোপ্রোস্টন তৈরি বন্ধ করতে হবে। এটা আবার তৈরি হয় COX-2 এবং mPGES-1 নামে দুটি এনজাইমের সাহায্যে। এই দুটি এনজাইম বন্ধ করতে পারলে ডাইনোপ্রোস্টন তৈরি বন্ধ হয়ে যাবে।

প্যারাসিটামল

 কমে যাবে দেহের তাপমাত্রা। আমরা প্যারাসিটামল বা অ্যাসপিরিন খেলে তা রক্তের সঙ্গে মিশে এই এনজাইম দুটি তৈরি হওয়া বন্ধ করে দেয়। এ জন্য প্যারাসিটামল খেলে দেহের তাপমাত্রা কমে।

প্যারাসিটামল

 অর্থাৎ জ্বর থাকে না। তবে তাতে রোগ বা কোনো ইনফেকশন হলে তা সেরে যায় না। সে জন্য আলাদা করে ওষুধ খেতে হয়।
 

Link copied!