AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীদের মুখে গোঁফ-দাড়ি গজায় না কেন?


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০৯:০৬ পিএম, ২৯ জুন, ২০২৪
নারীদের মুখে গোঁফ-দাড়ি গজায় না কেন?

                                                                 নারীদের মুখে গোঁফ-দাড়ি গজায় না কেন?

সাধারণত-পুরুষ-নারী সবার মধ্যে এন্ড্রোজেন নামক হরমোন থাকে। পুরুষের শরীরে এই হরমোনের পরিমাণ বেশি থাকে তাই তাদের ঘন হয়ে দাড়ি-গোঁফ গজায়। আর মেয়েদের শরীরে এন্ড্রোজেন নামের এই হরমোনটি খুবই কম থাকে। 

গোঁফ-দাড়ি ওঠা শিখ নারী

তাই নারীদের গোঁফ-দাড়ি গজায় না। এখন কোনো কারণে যদি এ হরমোনের মাত্রা নারীদের শরীরে বেড়ে যায় তা হলে তাদের শরীরে অতিরিক্ত মাত্রায় গোঁফ-দাড়ি গজাতে থাকে।

গোঁফ-দাড়ি ওঠা প্রতীকী নারী

 তা ছাড়া শরীরে এন্ড্রোজেনজাতীয় হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে বা বিরত রাখতে পারে এমন প্রোটিনজাতীয় একটি পদার্থ স্বল্পতার কারণেও এ রকম অবস্থায় সৃষ্টি হতে পারে।

গোঁফ-দাড়িসহ একজন পুরুষ

এ ব্যাপারে হরমোন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞরা বলেন- মেয়েদের মুখে দাড়ি হওয়া হরমোনজনিত সমস্যা। ছেলেদের মুখে সময়মতো দাড়ি না ওঠাও আরেকটি হরমোনগত সমস্যা।

গোঁফ-দাড়ি ওঠা যুবক

একুশে সংবাদ/এসএডি
 

Link copied!