জানা-অজানা
মাকড়সা নিজের জালে আটকে যায় না কেন?
পৃথিবীর এক অদ্ভুত প্রাণী মাকড়সা। আরো অদ্ভুত তার জাল ও জাল বোনার কৌশল।
মাকড়সার জালে সব ধরনের কীটপতঙ্গ আটকে যায়। মাকড়সা তার নিজের তৈরি জালের উপর দিয়ে সারাদিন হাঁটাহাঁটি করে-দৌড়াদৌড়ি করলেও সে আটকে যায় না।
মজার ব্যাপার হলো মাকড়সার জালের সুতায় এক ধরনের তেল থাকে।
আর মাকড়সার শরীরের বাইরের অংশসমূহেও এক ধরনের তেল থাকে। মাকড়সার শরীরে এ তেল থাকার কারণে সে নিজের তৈরি জালের উপর দিয়ে অবাধে হাঁটাহাঁটি ও দৌড়াদৌড়ি করতে পারে।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :