জানা-অজানা : পাখি কখন খাদ্য গিলতে পারে না?
মানুষ শখের বশে পাখি পালন করে। অনেকে বাণিজ্যিকভাবে পাখির খামার করে। কেউ কেউ ভালোবাসা থেকে পাখি পালন করে। পাখিদের অনেক বৈচিত্র্যপূর্ণ জীবনপ্রণালি রয়েছে। প্রতিদিন পাখি খাদ্য খায়। পানি পান করে।
আপনি জানেন কি? পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষ বলের প্রয়োজন হয়? পৃথিবীতে অভিকর্ষ বল আছে বলেই পাখি তার ঠোঁট দিয়ে খাদ্য গ্রহণ করে গলা দিয়ে গিলতে পারে।
(পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে ‘অভিকর্ষ’ বা ‘অভিকর্ষ বল’ বা ‘মাধ্যাকর্ষণ বল’ বা Gravity বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন।) অভিকর্ষজ বল যেখানে নাই সেখানে পাখি কোনো কিছুই গিলতে পারবে না। যেমন কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে পাখিটি খাবার গিলতে পারবে না।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :