প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম শুরু করেছেন ওবায়দুল হাসান। রীতি অনুযায়ী তাকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেল। তবে সংবর্ধনায় অংশ নেয়নি বিএনপিপন্থী আইনজীবীরা।
আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে আজ রোববার সকাল সাড়ে ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সেই সঙ্গে সিনিয়র আইনজীবী এবং সাধারণ আইনজীবীরাও ছিলেন।
এ সময় প্রধান বিচারপতির কাছে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মামলা জট নিরসন, এজলাসে বিচারকদের দুর্ব্যবহার বন্ধ করা, বিচার কাজে গতি আনতে রায় ওয়েবসাইটে প্রকাশসহ বিভিন্ন দাবি জানান।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সময় নিম্ন আদালতে বিচারকদের দুর্ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
এর আগে ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ওবায়দুল হাসান। ২৬ সেপ্টেম্বর শপথ নেন তিনি। ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হয় ২৫ সেপ্টেম্বর।
এদিকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :