AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিটার হাসকে পেটানোর হুমকি দেয়া সেই নেতার বিরুদ্ধে মামলার আবেদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৫ পিএম, ১৩ নভেম্বর, ২০২৩
পিটার হাসকে পেটানোর হুমকি দেয়া সেই নেতার বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন (সিএমএম) ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এম এ হাশেম রাজু বাদী হয়ে মামলাটির আবেদ করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৬/ ৩০৭/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন মুজিবুল হক চৌধুরী। তিনি তার বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন।

এরপর গত ৯ নভেম্বর রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের ফটকে সাংবাদিকদের বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেয়া বক্তব্য ‘শিষ্টাচারবহির্ভূত’।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!