AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ল্যাবএইডে ভুল চিকিৎসা: ভুক্তভোগীকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টে রুল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:২০ পিএম, ২১ জানুয়ারি, ২০২৪
ল্যাবএইডে ভুল চিকিৎসা: ভুক্তভোগীকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টে রুল

ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুইটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২১ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

এসময় ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুইটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার ঘটনা দুই মাসের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ড, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তার ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুইটি কিডনিই বিকল হয়ে যায়।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুইটি কিডনিই নষ্ট হয়ে যায়, যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সেজন্য দুইটি কিডনিই পরিবর্তন করতে হবে।


একুশে সংবাদ/ঢ.প.ট.প্র/জাহা

Link copied!