১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এসময় যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করেন আদালত। কমিটিকে সারা দেশের প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে আগামী ৪ আগস্টের মধ্যে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী তামান্না ফেরদৌস, মো. শমসের মবিন, কে এম আসবারুল বারী, সামিয়া সুলতানা কিশোরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে, প্রতিরোধ যোদ্ধা দাবিকারী পাঁচজন একটি রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
একুশে সংবাদ/বি.নি. / এসএডি
আপনার মতামত লিখুন :