AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৩ পিএম, ১৮ আগস্ট, ২০২৪
সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটি ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের বাকি মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ আইনজীবীদের তলবি সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বারের সাবেক সভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী এ কমিটির ঘোষণা দেন।

সহসভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, ট্রেজারার পদে রেজাউল করিম রেজা, সহসম্পাদক পদে মো. মাহফুজুর রহমান (মিলন) ও মো. আবদুল করিম; সদস্য হিসেবে সৈয়দ ফজলে এলাহি অভি, এ বি এম ইব্রাহিম খলিল, ফাতেমা আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুজ্জামান নজরুল, মহি উদ্দিন মো. হানিফ ও রাসেল আহম্মেদ দায়িত্ব পাল করবেন।

এর মধ্যে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপির চারজন সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যারিস্টার কাজলসহ অন্যরা ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু বিতর্কিত নির্বাচন আখ্যা দিয়ে তারা ভোট গণনায় অংশ নেয়া থেকে বিরত ছিলেন।

ড. রফিকুল ইসলাম মেহেদী বলেন, এ কমিটি অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবে এবং সমিতির ২০২৪-২৫-এর কার্যনির্বাহী কমিটি হিসেবে সব কার্যক্রম পরিচালনা করবে। সবার সমর্থনে নতুন কার্যকরী গঠনের সিদ্ধান্তটি পাস ও অনুমোদিত হলো।
 

একুশে সংবাদ/স.ট/এনএস

Shwapno
Link copied!