AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৪
সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারীদের সংগঠন ‍‍`বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি‍‍`র দ্বি-বার্ষিক ২০২৪-২০২৫ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার (০৩ আগস্ট) সুপ্রিম কোর্ট ভবনের তৃতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪৬৭ জন। ১৫টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সভাপতি পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং কার্যকরী সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থ সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন প্রার্থী ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি এবং লাইব্রেরি ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত প্রার্থীরা পরবর্তীতে সিলেকশনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা নূর নবী, মোঃ হযরত আলী সাদ্দাম এবং মোঃ কবির হোসেন; সহ-সভাপতি পদে সিদ্দিকুর রহমান ও মোঃ আলমগীর হোসেন ফকির; সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন ও সৈয়দ আতিয়ার রহমান; এবং নির্বাহী সদস্য পদে মোঃ আইয়ুব গাজী, মোঃ নুরুজ্জামান ও মোঃ আফজাল হোসেন তাঁদের নির্বাচনী প্রচারণার সময় সংগঠনের একটি স্থায়ী অফিস স্থাপনের দাবি জানিয়েছেন।

একাধিক প্রার্থী বলেন, এই স্থায়ী অফিসটি সমিতির সকল সদস্যদের একত্রে কাজ করার সুযোগ দেবে, যা তাদের দীর্ঘদিনের একটি দাবি। নির্বাচন অংশগ্রহণকারী সকল প্রার্থীরা একে অপরকে পরিবারের সদস্য। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবাই মিলে সংগঠনের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনে যারা জয়ী হবেন তাদের নেতৃত্বে সমিতির উন্নয়নে সকলে মিলেমিশে একসাথে কাজ করবেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সদস্যদের অধিকার এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি সুদৃঢ় সংগঠন গড়ে তোলা সম্ভব হবে বলে জানান প্রার্থীরা।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান জানান, সকাল থেকেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সংগঠনটি আইন অঙ্গনের অংশ, তাই কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই, আশঙ্কাও ছিল না। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এনএস

Link copied!