একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এদিনে, রিমান্ড শেষে গৃহকর্মী হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়। এরপর ছাত্র আন্দোলনে রফিকুল ইসলাম ও আরিফকে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিরে আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :