সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বিকেলে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক উভয়ের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া সাবেক ওই সংসদ সদস্য ও তার স্বামী শামীম তালুকদার লাবুর নামে আরও দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার মৌলভিবাজার থেকে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে গ্রেফতার করে র্যাব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :