রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার আদালতে হাজির করে সাবেক এই সংসদ সদস্যের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
টাঙ্গাইল-১ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে এই মন্ত্রণালয়টি ভেঙে দুইটি আলাদা মন্ত্রণালয় করা হলে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০১৯ সালে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় স্থান পাননি তিনি। গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :