সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এ আদেশ দিয়েছেন আদালত।
৪ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। পরে তাকে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ভর্তিও করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শাজাহান খান বুকে ব্যথা ও শরীর দুর্বলের কথা জানান। তার ব্লাডপ্রেসার হাই। আগে থেকে তার বুকে রিং পরানো রয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হৃদ্রোগ বিভাগে ভর্তি দেয়া হয়েছে।
রিমান্ড শেষে শাজাহান খানকে ওইদিন আদালতে নেয়ার কথা ছিল। রাজধানীর জিগাতলায় আব্দুল মোতালেব (১৪) হত্যা মামলায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :