রিমান্ড শেষে জামিন আবেদন নাকচ করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ভোলার সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল জ্যাকবকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলার শিকার হয়েছেন অভিযুক্তরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নেয়া হয়।
এর আগে গত ১৮ নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবির প্রতিনিধিদল। পরদিন আদালতে তোলা হলে বাদী পক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড শেষে আজ শুনানির জন্য তাকে আদালতে আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ৩ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি জ্যাকবেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :