কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় লিয়ন মোল্লা নিরবকে (২২) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বাকি দুজনের জবানবন্দি রেকর্ড করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার হওয়া ৩ জনকে ঢাকার সিজেএম কোর্টে নেয়া হয়। সেখানে লিয়ন মোল্লা নিরবের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এবং নাবালক মো. আরাফাত (১৬) ও মো. সিফাতকে (১৬) ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আবেদন করে।
পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত লিয়ন মোল্লা নিরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি দুজনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
লিয়ন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। বাকি দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ৩ জন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে ঢোকেন। এরপর তারা ব্যাংকে অবস্থানকারী ১০ কর্মকর্তা এবং ৬ গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ থেকে ১৮ লাখ টাকা লুট করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
এরপর অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে কোনো প্রাণহানি ও হতাহতের ঘটনা ছাড়াই ৩ জন দুষ্কৃতকারীকে আত্মসমর্পণ করানো হয়। নিরাপদে উদ্ধার করা হয় জিম্মিদের। এ ঘটনায় আত্মসমর্পণ করা তিনজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা করে। যদিও ডাকাতিতে অংশ নেয়া তিনজনের বাসা কদমতলীর খালপাড়ে খোঁজ নিতে গেলে এলাকাবাসী জানান, সিফাত ও আরাফাত এমন ঘটনা ঘটাতে পারে সেটি এখনও বিশ্বাস করতে পারছেন না।
সিফাত ও আরাফাতের পরিবার বলছেন, দুজনের আইফোন কেনার শখ ছিল। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ডাকাতিতে সিফাত ও আরাফাতকে জড়িয়েছে নিরব।
একুশে সংবাদ/স.ট/আ.য
আপনার মতামত লিখুন :