AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনে নিন শারীরিক সম্পর্কের উপকারিতা


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০২:০০ পিএম, ১৪ আগস্ট, ২০২৩
জেনে নিন শারীরিক সম্পর্কের উপকারিতা

শারীরিক সম্পর্ক গোপন একটি বিষয়। কিন্তু শারীরিক সম্পর্কের উপকারীতার বিষয়টি আর গোপন নেই। শারীরিক সম্পর্ক ভালো না খারাপ তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। গবেষণা হয়েছে এর প্রয়োজনীতা এমনকি মাত্রা নিয়েও। আর গবেষকরা তাতে মোটামুটি নিশ্চিত হয়েছে যে শারীরিক সম্পর্কের উপকারীতা অনেক। শারীরিক সম্পর্ক শুধু সুস্থ যৌন বা বৈবাহিক সম্পর্কের জন্য নয় বরং শারীরিক ও মানসিক সুস্থতার জন্যও শারীরিক সম্পর্কের প্রয়োজনীতা অনেক।

 

তেমনই কিছু উপকারিতার কথা উল্লেখএক্ষেত্রে যে যে উপকারগুলি পাওয়া যায়, সেগুলি হল...

 

নিমেষে মাথা যন্ত্রণা কমে যায়

শারীরিক মিলনের সময় শরীরে অক্সিটসিন সহ একাধিক ‘ফিল-গুড হরমোনের’ ক্ষরণ বেড়ে যায়। ফলে শুধু মাথা যন্ত্রণা নয়, যে কোনও ধরনের ব্যথাই কমে যায়।

 

ওজন হ্রাস পায়

সপ্তাহে দু’বার টানা ৩০ মিনিট শরীরিক মিলন করলে বছরে প্রায় ৫০০০ ক্যালোরি বার্ন হয়। ফলে ওজন হ্রাসের পথ আরও প্রশস্ত হয়। এবার বুঝতে পারছেন তো শারীরিক মিলন কতটা কার্যকরি।

 

হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে

একটা নয়, একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রায় প্রতিদিন শারীরিক সম্পর্কে লিপ্ত হলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা চোখে পরার মতো হ্রাস পায়। কুইউ ইউনিভার্সিটির প্রকাশিত একটি গবেষণায় অনুযায়ী, যারা সপ্তাহে কম করে তিন বার মিলনে লিপ্ত হয় তাঁদের হার্টের স্বাস্থ্যের দারুন উন্নতি ঘটে। মস্তিষ্কে রক্ত সরবরাহ বেড়ে যায় বলে স্ট্রোকের আশঙ্কাও হ্রাস পায়।

 

স্পার্ম কাউন্টের উন্নতি ঘটবে

বর্তমান সময়ে অন্যতম একটি সমস্যা হলো, নারীদের বন্ধ্যাত্ব এবং পুরুষের উর্বর স্পার্ম। এ সমস্যার অন্যতম কারণ হলো পুরুষের স্পার্ম কাউন্ট কম হওয়া। ফলে সন্তান নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এক্ষেত্রেও শারীরিক সম্পর্ক দারুনভাবে সাহায্য করতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন যদি স্বামী-স্ত্রী শারিরিক সম্পর্কে লিপ্ত হন, তাহলে স্বামীর স্বার্ম কাউন্টে দারুন উন্নতি ঘটে।

 

নারীদের একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে

শারীরিক মিলনের সময় মেয়েদের পেলভিক মাসল শক্তিশালী হয়ে ওঠে। ফলে প্রস্রাব সংক্রান্ত নানাবিধ সমস্যা একেবারে কমে যায়। সেই সঙ্গে ইউরিন লিকেজ এবং প্রস্রাবের সময় হওয়া নানাবিধ অসুবিধাও কমতে শুরু করে দেয়।

 

শরীর রোগ মুক্ত হয়

শরীরিক মিলনের সময় আমাদের শরীরে একাধিক "অ্যান্টি-এজিং হরমোন" বা ডি এইচ ই এ- এর ক্ষরণ বেড়ে যায়, যা শরীরকে ফিট রাখার পাশাপাশি একাধিক অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়

গবেষণা মতে, নিয়মিত শারীরিক সম্পর্ক করলে শরীরে বিশুদ্ধ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে ত্বকে বেশি বেশি করে কোষের জন্ম হতে শুরু করবে। আর এমনটা যত হবে, তত ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে শুরু করবে।

 

রক্তচাপ একেবারে স্বাভাবিক থাকে

যারা রক্ত চাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য সপ্তাহে ২-৩ বার শারীরিক সম্পর্কের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণ এর ফলে শরীরে একাধিক পরিবর্তন হয় যা রক্তচাপ একেবারে স্বাভাবিক লেভেলে আনতে সাহায্য করে। প্রসঙ্গত, স্ট্রেস কমাতেও শারীরিক মিলনের কোনও বিকল্প হয় না বললেই চলে।

 

একুশে সংবাদ/আ.ট.প্র

Link copied!