লিপস্টিকের প্রতি মেয়েদের ভালোবাসার কমতি নেই। কিন্তু ইচ্ছা হল আর বাজার চলতি যে কোনও রঙের লিপস্টিক পরে ফেললেই হবে না। নয় তো দেখা যাবে যেকোনও লিপস্টিকের রং দিয়ে ঠোঁট আঁকতে গিয়ে সাজগোজই ভেস্তে গেল। ঠোঁটের জাদুতে মন ভোলাতে চাইলে স্কিন টোন অনুযায়ী বেছে নিন আপনার লিপস্টিকের রং।
উজ্জ্বল শ্যামবর্ণ: উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারিণী হলে লিপস্টিকের রংয়ের বিষয়ে আপনি সাহসী হয়ে উঠতেই পারেন। ভাবনাচিন্তা না করেই বেছে নিতে পারেন যেকোনও রং। সকালের কোনও অনুষ্ঠানে জন্য গোলাপি লিপস্টিক আদর্শ। অনুষ্ঠান বিকেলে হলে লালের যে কোনও শেড বেছে নিতেই পারেন ঠোঁট রাঙানোর জন্য।
শ্যামবর্ণ: কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় পোশাকের রং অনুযায়ী লিপস্টিক বেছে নেওয়াই ভালো। শ্যামবর্ণের মহিলাদের জন্য কমলার যে কোনও শেডে ঠোঁট রাঙাতেই পারেন আপনি। আপনার ইচ্ছানুযায়ী ক্রিমি, ম্যাট অথবা গ্লসি যেকোন লিপস্টিক পরে হয়ে উঠতেই পারেন অপরূপা।
কৃষ্ণবর্ণ: গায়ের রং কালো নিয়ে খুঁতখুঁতুনি রয়েছে অনেকেরই। গায়ের রং নিয়ে ভাবনাচিন্তা না করে বরং মন দিন ঠোঁট রাঙানোর কাজে। গোলাপি অথবা মেরুন রঙে সাজিয়ে তুলুন নিজের ঠোঁট। ম্যাট শেড হলে বেছে নিতে পারেন যেকোনও লিপস্টিকই।
লাল শেডের লিপস্টিক: লাল লিপস্টিক পছন্দ করেন বেশিরভাগ মহিলাই। প্রায় সবার কালেকশনেই থাকে লাল লিপস্টিক। আপনার স্কিনটোন যাই হোক না কেন, ফরসা হোন বা কালো, ঠোঁট রাঙিয়ে তুলতেই পারেন লালের ছোঁয়ায়।
ওয়াইল্ড বেরি: কালো হোন বা ফরসা, তাতে কি যায় আসে? পছন্দ হলে অনায়াসেই হাত বাড়াতেই পারেন ওয়াইল্ড বেরি শেডের লিপস্টিকের দিকে। কে বলতে পারে, ওয়াইল্ড বেরি ঠোঁটই হয়তো কেড়ে নিতে পারে হাজারও চোখের ঘুম।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :