AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হালকা শীতে বিছানায় লাগুক নতুন ছোঁয়া


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০৬ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
হালকা শীতে বিছানায় লাগুক নতুন ছোঁয়া

আশপাশে ঠান্ডা হাওয়ার চল। শহরে তাপমাত্রা পারদ অল্প অল্প করে নামছে। এরই মাঝে যদি নতুন করে প্রেম জমে যায় তাহলে ক্ষতি কি?

প্রেমে উষ্ণতা বাড়াতে প্রেম যাপনে আনুন নতুন কিছু কায়দা, যা কিনা শরীরে উষ্ণতা বাড়িয়ে, প্রেমে আনবে নতুন রং। বিশেষ করে একঘেয়ামি কাটাতে এই কায়দা দারুণ কাজ দেবে।

১) সাধারণত বেডরুমেই সঙ্গীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই অভ্য়াস বদলে ফেলার সময় এসেছে। বেডরুমের অন্দরে প্রেমকে আটকে না রেখে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন। ড্রয়িংরুমের সোফাকে কাজে লাগান। টিভি দেখতে দেখতেই যৌনখেলায় মেতে উঠুন। এ ব্যাপারে কিন্তু ফোর প্লেকে বেশি গুরুত্ব দিন।

২) একসঙ্গে স্নান করুন। স্নান করতে করতে সঙ্গমে লিপ্ত হন। দেখবেন, এর মধ্যে আলাদা একটা মজা রয়েছে। ভেজা গায়ের আদরে প্রেমের উষ্ণতা কিন্তু দ্বিগুণ হবে।

৩) বিদেশি সিনেমায় হয়তো দেখেছেন রান্নাঘরে যৌন মিলন। মনে মনে ইচ্ছে থাকলেও, কখনও ট্রাই করেননি। এটাই সুবর্ণ সুযোগ। তবে হ্যাঁ, রান্নাঘরে সঙ্গমে লিপ্ত হওয়ার আগে অবশ্যই দেখে নিন, আপনার রান্নাঘর কতটা যৌনতা করার সঠিক জায়গা।

৪) ঘরের আলো নিভিয়ে দিন। চারিদিকে জ্বেলে দিন মোমবাতি। সুগন্ধী মোমবাতি হলে তো কথাই নেই। দেখবেন মোমের আলোয় যৌন মিলনের আনন্দ আরও দ্বিগুণ হবে।

 


একুশে সংবাদ//বি.ট্রি//র.ন

Link copied!