AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজকের রাশিফল


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
আজকের রাশিফল

শুক্র আর বৃহস্পতি একত্রিত হয়ে ২০ ডিসেম্বর তৈরি করবেন নবপঞ্চম যোগ। যার প্রভাব সব রাশিতে পড়তে আরম্ভ করবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের অবস্থান বিভিন্ন সময় জাতক জাতিকার ভাগ্যে প্রভাব ফেলে। তারফলে বহু রাশির জাতক জাতিকার মধ্যে কেউ লাকি হন, কারোরবা ভাগ্যে তুমুল পতন আরম্ভ হয়। এদিকে, শুক্র আর বৃহস্পতি একত্রিত হয়ে রাত পোহালেই তৈরি করবেন নবপঞ্চম যোগ। যার প্রভাব সব রাশিতে পড়তে আরম্ভ করবে। তবে কিছু রাশির ভাগ্যে তা শুভ প্রভাব ফেলবে। দেখা যাক, শুক্র আর বৃহস্পতির নবপঞ্চম যোগে লাকি কারা?


বৃষ

এই সময় আপনার ব্যবসা ও কাজে প্রভাব পড়বে। যা শুভ সংবাদ দেবে। টাকা সম্পর্কিত ক্ষেত্রে পাবেন বিপুল লাভ। নতুন বিনিয়োগ আসতে পারে। আপনার আমদানি বাড়তে পারে। আটকে থাকা টাকা হাতে এবার পেতে পারেন। আপনার সামাজিক জীবনেও এর বেশ কিছুটা প্রভাব পড়বে। সঞ্চয় এই সময় বাড়বে। ব্যবসার দিক থেকে আপনি লাভ পাবেন। সাহস আর পরাক্রম এই সময় বাড়তে থাকবে।

মীন

নতুন কোনও সম্পত্তি বা জমি বাড়ি কিনতে পারেন এই সময়। দীর্ঘ দিন ধরে আপনার পেশাগত কারণে যদি কোনও সমস্যা হতে থাকে, তাহলে তা থেকে আপনি মুক্তি পাবেন। কাটবে ঝঞ্ঝাট। আয় দারুনভাবে বাড়বে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা এই সময় বিপুল লাভ পাবেন। বিবাহিত জীবনে বাড়বে মাধুর্য। প্রেম জীবনে সঙ্গীর আরও কাছে আসতে পারবেন। নতুন কোনও শুরু করার জন্য এই সময় খুবই ভালো। আপনার নানান ইচ্ছা এই সময় পূরণ হবে।

সিংহ

আপনার কোথাও আটকে থাকা টাকা এই সময় হাতে আসবে। কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে আয় বাড়বে। কর্মস্থলে নতুন দায়িত্ব আসবে। এই সময় ব্যবসা আগের থেক ভালোর দিকে যাবে। ব্যবসায় ভালো টাকার লাভ হবে। ব্যবসািক ডিল ভালোর দিকে যাবে।

কবে রয়েছে এই যোগ?
২০ ডিসেম্বর রয়েছে নবপঞ্চম যোগ। এই দিনে শুক্র ও বৃহস্পতি তৈরি করবেন শুভ যোগ। অনেকের ভাগ্যই এই সময় এই শুভ যোগে পাল্টে যেতে পারে। সৌভাগ্যের অধিকারী হবেন সিংহ, মীন, বৃষ, রাশির জাতক জাতিকারা।


 একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!