বলছিলাম ভাইরাল হওয়া ডিমের পিনিক মানে ডিমের চাট। সেদ্ধ ডিমের সঙ্গে বিশেষ চাট বা চাটনি দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটি খেতে পারেন শীতের সন্ধ্যায়। লোভনীয় একটি খাবার এটি। হিমেল বাতাসের সঙ্গে গরম ডিম চাট কিন্তু জমবে ভালো। দেরি না করে চলুন রেসিপি জেনে নিই-
উপকরণ-
সেদ্ধ ডিম– ৪টি (অর্ধেক করে কাটা)
তেতুলের ক্বাথ– ২ টেবিল চামচ (পানি দিয়ে মিশিয়ে পাতলা করা)
চিনি– ১ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
লবণ– স্বাদমতো
পেঁয়াজ মিহি কুচি– ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি– ১/২টি
ধনেপাতা কুচি– ১ টেবিল চামচ
চাট মসলা– ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া– ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া– সামান্য (ঐচ্ছিক)
শসা কুচি-২ টেবিল চামচ
প্রণালি-
প্রথমে সেদ্ধ ডিমগুলো অর্ধেক করে কেটে নিন। একটি বাটিতে তেতুলের ক্বাথ, চিনি, লবণ, চাট মসলা, ভাজা জিরা গুঁড়া এবং সামান্য লাল মরিচ গুঁড়া মিশিয়ে সস তৈরি করুন।
ডিমের ওপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তার ওপর তৈরি করা তেতুলের সসটি ভালোভাবে ঢেলে দিন।
সব উপকরণ মিশিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার ডিম চাট।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :