AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেডরুমে সেরা হতে চান, মেনে চলুন এসব নিয়ম


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:২৯ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
বেডরুমে সেরা হতে চান, মেনে চলুন এসব নিয়ম

বিশেষজ্ঞরা বলছেন, পুরুষ সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে আগের থেকে মেয়েদের পছন্দ অনেকটাই বদলেছে। এখনকার মেয়েরা পুরুষ বলতে যা বোঝেন, তার সংজ্ঞা আগের থেকে অনেকটাই পালটেছে। তাই মেয়েদের মন জিতে নিতে হলে পুরুষদের এবার পালটানোর সময় এসেছে। তা কীভাবে মেয়েদের কাছে হিরো নম্বর ওয়ান হয়ে উঠবেন? 

বান্ধবীর সঙ্গে হোটেলে যাচ্ছেন? ঝামেলায় পড়ার আগে এই ৫টি নিয়ম মুখস্ত করে নিন, আইনি জটিলতায় পড়বেন না

রইল বিশেষ টিপস:-


১) সবচেয়ে আগে তো পিউবিক হেয়ার পরিষ্কার করতে হবে। নিয়মিত স্নানের সময় হেয়ার রিমুভ করা, স্ক্রাবিং করা জরুরি। নিজেকে পরিচ্ছন্ন রাখলে তবেই আত্মবিশ্বাস বাড়বে।


২) কোনও প্রসাধনী স্নান করার চেয়ে বেশি সতেজতা দিতে পারে না। ভাল করে স্নান করে দিন শুরু করলে মনও বেশ চনমনে থাকে। পিউরিফাইং বিড দেওয়া শাওয়ার জেল ত্বক হাইড্রেটেড রাখে এবং ত্বক পরিষ্কার রাখে। পুরুষালি গন্ধের শাওয়ার জেল ব্যবহার তাই গ্রুমিং রুটিনের সবচেয়ে ভাল উপায়। সাবানের পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করার কারণ এই যে এটি চটজলদি সতেজতা দেয় এবং ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব বজায় রাখে। পিএইচ ব্যালেন্সড যুক্ত শাওয়ার জেলে চারকোল থাকলে দীর্ঘক্ষণ সুগন্ধ বজায় থাকে।


৩) এক সময় লোমশ বুকের ছেলেই বেশি পছন্দ ছিল মহিলাদের। কিন্তু এখন সময় বদলেছে। সুন্দর করে ট্রিম করা চুল, ওয়াক্স করা ঝকঝকে স্কিনই পছন্দ করছে মেয়েরা। বনমানুষের মতো লোমশ শরীর এখন আর মেয়েদের মন টানে না।


৪) কয়েক বছর ধরেই একমুখ দাড়ি ছেলেদের ফ্যাশনের অন্যতম হাতিয়ার। বিশেষ করে যাঁরা নিজের লুক নিয়ে মাঝে মধ্যেই পরীক্ষানিরীক্ষা চালান, তাঁরা অনেকেই এই দাড়ি রাখার বিষয়ে বেশ শৌখিন। এক মুখ ঘন দাড়ি চেহারা যেমন বদলে দেয়, তেমন ব্যক্তিত্বেও আনে আলাদা ছাপ। তবে দাড়ি রাখলেই চলবে না। নিয়মিত দাড়ি ট্রিম করতে হবে। এবং পরিষ্কার রাখতে হবে। এক্ষেত্রে বাজার চলতি বেশ কিছু শ্যাম্পু পাওয়া যায় যা দাড়িতে ব্যবহার করা হয়।


৫) চেহারা ঝকঝকে, কিন্তু ঠোঁট ফাটা- দেখতে কি ভাল লাগে? তাই শিয়া বাটার এবং প্যানথেনল যুক্ত লিপ বাম ব্যবহার করা উচিত যা দীর্ঘক্ষণ ঠোঁটকে শুষ্ক হওয়া থেকে বাঁচায়। অন্তত, রাতে শোয়ার আগে মোটা করে বোরোলিন লাগিয়ে নিলেও, সমস্যা দূর হবে। ঠোঁট সুন্দর থাকবে। আর হ্যাঁ, মুখে যেন দুর্গন্ধ না থাকে। তাই দিনে দুবার ব্রাশ করা খুবই প্রয়োজনীও। সঙ্গমের আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিন।

 

একুশে সংবাদ//ঢা.মে//র.ন

Link copied!