AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্যুপের রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৭:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
শীতে সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্যুপের রেসিপি

এই শীতে চাই গরমের পরশ। যা হিম শীতল শীত থেকে কিছুটা দূরে রাখবে সবাইকে। তাই চাই গরম স্যুপ।


উপকরণ : টম্যাটো ৩ থেকে ৪টি, পিঁয়াজ : ১ টেবিল চামচ ঘন কুচি করে নিন, রসুন ৪টি ছোট কোয়া, ঘন কুচি, পাউরুটির কিউব : ঐচ্ছিক, মাখন/ঘি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চামচ, ফ্রেশ ক্রিম ১ চামচ।

Homemade cooking cold gazpacho soup with fresh garden tomatoes - Photo, Image
প্রণালি : টম্যাটো ভালো করে ধুয়ে খোসা ছাড়ানো টম্যাটো পিষে একটি সূক্ষ্ম পিউরি তৈরি করে নিন। মাখনে ব্রেডের কিউব টোস্ট করুন। বাকি মাখন এবং কাটা পিঁয়াজ ও রসুন যোগ করুন। পিঁয়াজ সোনালি হয়ে এলে টম্যাটোর পিউরি যুক্ত করুন। তারপর ১/৪ কাপ জল যোগ করুন এবং একটি মাঝারি আঁচে সিদ্ধ করুন। নুন, গোলমরিচ গুঁড়া, গ্রেট করা চিজ, তাজা ক্রিম যোগ করুন এবং ভালোভাবে মেশান। টোস্টেড পাউরুটির কিউব দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Concept of tasty food with chicken soup on white background - Photo, Image
শাকসবজি এবং ডালের স্যুপ

উপকরণ : মুগডাল চার চামচ, গোটা জিরা ১/৪ চামচ, গাজর, শিম, মটর, আলু অল্প পরিমাণে, রসুন এক বা দুটি, মাখন/ঘি-১/৪ চামচ, গোলমরিচ গুঁড়া এক চিমটি।

প্রণালি : মুগডালের সঙ্গে কাটা সবজিগুলো ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করুন। কিছুটা শীতল হতে দিন এবং পরে একটি মসৃণ পেস্ট তৈরি করতে মিশ্রণ দিন। মিশ্রিত স্যুপটি মাখন বা ঘি দিয়ে গরম করুন এবং এতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে গরম গরম পরিবেশন করুন।


একুশে সংবাদ//বা.প্র//র.ন

Link copied!