AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে ঠোঁট ফাটলে করণীয় কী?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৪:৩৬ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
শীতে ঠোঁট ফাটলে করণীয় কী?

শীতকালে বাতাসের আর্দ্রতার অভাবে ঠোঁটের কালচে ভাবও প্রকট হয়ে ওঠে। এর বাইরে পুষ্টিহীনতা ও ভিটামিনের অভাব, প্রখর সূর্যতাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, থাইরয়েডের সমস্যা প্রভৃতি কারণেও ঠোঁটের চামড়া ফাটে।


জেনে নিন কীভাবে শীতকালে ফাটা ঠোঁটের যত্ন নেবেন।


গ্লিসারিন
ত্বকের যত্নে গ্লিসারিন অনেকেই ব্যবহার করেন। তবে গ্লিসারিন ঠোঁটেও ব্যবহার করতে পারেন। গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল আর মধু মিশিয়ে ঠোঁটে মাখলে তা ময়েশ্চারাইজারের কাজ করবে।


গোলাপের পাঁপড়ি
গোলাপের মতো কোমল ঠোঁট পেতে চাইলে গোলাপের পাঁপড়িই ব্যবহার করতে পারেন। এটি ঠোঁটে গোলাপি ভাব আনতে সাহায্য করে। দুধের মধ্যে পাঁপড়ি রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে বেটে নিন। এই পেস্ট আপনার ঠোঁটের উপর ১৫ মিনিট রেখে দিন। নিয়মিত ব্যবহারে ঠোঁট হবে কোমল ও মসৃণ।

Beautiful young woman with lip balm at home - Photo, Image
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতার ভিতর যে জেল পাওয়া যায়, তা ঠোঁটের জন্য খুবই ভালো। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাজার থেকেও অ্যালোভেরা জেল কিনতে পারেন। তবে আসল-নকল যাচাই করে কিনবেন। এই জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।

Young man with lip balms on red background - Photo, Image
সানস্ক্রিন
ঠোঁট যেন সব সময় ভেজা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সারা দিনই কিছুক্ষণ পরপর লিপবাম বা ভ্যাসলিন-জাতীয় ময়েশ্চারাইজার লাগিয়ে রাখতে হবে। বাইরে বেরোনোর আগে মুখের পাশাপাশি ঠোঁটেও সানস্ক্রিন দিন।

Beautiful young woman touching her lips on white background - Photo, Image
ম্যাসাজ
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে আমন্ড বা তিলের তেল দিয়ে অন্তত পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এই তেলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভেতর থেকে ঠোঁটের যত্ন নেয়। নিয়মিত এই তেল ব্যবহারে ঠোঁটের কালচে দাগ কমে আসবে। জোজোবা অয়েল, শিয়া বাটার, গ্লিসারিন, নারকেল তেলও ঠোঁটকে সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে শীতে।

Young man applying lip balm on blue background, closeup - Photo, Image
ডিহাইড্রেশন
শীতে যেহেতু তৃষ্ণা পায় না, ফলে দেহে পানির অভাব দেখা দিতে পারে। আর এই ডিহাইড্রেশনের ফলে শরীরের মতো আমাদের ঠোঁট দুইটিও শুষ্ক হয়ে ওঠে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে করে ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।

 

একুশে সংবাদ//ই.টি//র.ন

Link copied!