AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে যে সকল খাবার খাবেন


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:০০ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
ডেঙ্গু প্রতিরোধে যে সকল খাবার খাবেন

ডেঙ্গু রোগের প্রকোপ যেভাবে বাড়ছে, তা জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হতে পারে। ডেঙ্গু ভাইরাস এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয় এবং সাধারণত সংক্রমণের ৩ থেকে ১৪ দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায়।


ডেঙ্গু জ্বর থেকে সুস্থতার পথে খাবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। চলুন জেনে নিই, ডেঙ্গু প্রতিরোধে কোন কোন খাবার আপনাকে মুক্তি দিতে পারে-


রক্তের প্লাটিলেট বাড়াতে যে সকল খাবার খাবেন-

পেঁপে পাতা 
পেঁপে পাতা পাপাইন ও কাইমোপাপেনের মতো এনজাইম সমৃদ্ধ, যা হজমে সাহায্য করে এবং প্লাটিলেট বৃদ্ধিতে সহায়তা করে।


ডালিম
ডালিম পুষ্টি ও খনিজ সমৃদ্ধ ফল। এটি শরীরের ক্লান্তিভাব কমায়। ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তের জন্য উপকারী। এ ছাড়াও ডালিম প্লাটিলেট কাউন্ট বজায় রাখতে সাহায্য করে।


কিউই 
নিউ জিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওটাগোর একটি গবেষণায় বলা হয়েছে, কিউইতে থাকা ভিটামিন সি এবং পটাশিয়াম দ্রুত প্লাটিলেট পুনর্গঠনে ভূমিকা রাখে।


পর্যাপ্ত হাইড্রেশন নিশ্চিত করতে যে সকল খাবার খাবেন-

পানি
ডেঙ্গু হলে শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই শরীরে পানির ঘাটতি দেখা দেয়। সে কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়।  তাই এই জ্বরে আক্রান্ত হলে দিনে অন্তত তিন লিটার পানি পান করতে হবে।


ডাবের পানি
শরীরকে হাইড্রেটেড রাখতে ডাবের পানি পান করলে উপকার পাওয়া যায়। এ ছাড়াও ডাবের পানিতে রয়েছে ইলেকট্রোলাইটসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান৷


ভেষজ চা
আদা বা পুদিনা পাতার চা গলা ব্যথা কমায় এবং শরীরে আরাম দেয়।


ভেষজ যে সকল খাবার খাবেন-

হলুদ
ডেঙ্গু জ্বর প্রতিরোধে হলুদ একটি উপকারী খাদ্য উপকরণ। ১ গ্লাস দুধের সঙ্গে ১ চিমটি হলুদ মিশিয়ে নিয়মিত পান করলে এটি দ্রুত সুস্থ হতে সাহায্য করবে।


মেথি
মেথি সহজে ঘুমাতে এবং ব্যথা কমাতে সাহায্য করে। এটি অতিমাত্রার জ্বর কমিয়ে আনে, যা ডেঙ্গুর একটি সাধারণ লক্ষণ। তবে মেথি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।


নিমপাতা
ভাইরাসবিরোধী গুণাবলীর জন্য নিমপাতা ডেঙ্গু মোকাবিলায় উপকারী।


একুশে সংবাদ//মা.ক//র.ন

Shwapno
Link copied!