AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাসওয়ার্ড পরিবর্তন করার দিন আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
পাসওয়ার্ড পরিবর্তন করার দিন আজ

আজ ১ ফেব্রুয়ারি, পাসওয়ার্ড পরিবর্তন দিবস। বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যক্তিগত তথ্যাদি হুমকির মুখে পড়তে পারে। এ গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করে প্রতিবছর ১ ফেব্রুয়ারি পাসওয়ার্ড পরিবর্তন দিবস হিসেবে পালিত হয়।

২০১২ সালে, অস্ট্রেলিয়ান লেখক ম্যাট বুকানন এই দিবসের প্রচলন শুরু করেন, যা ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে উদ্যাপিত হয়।

পাসওয়ার্ডের প্রতি অসচেতনতা ও অজ্ঞতার কারণে হ্যাকাররা সহজেই গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ফেলছে। এজন্য নিয়মিত সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার ই-মেইল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।

পাসওয়ার্ড হ্যাক হওয়ার প্রধান কারণের মধ্যে রয়েছে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, পুরানো পাসওয়ার্ড একাধিকবার ব্যবহার, নিজের অথবা পরিচিত মানুষের নাম-জন্মতারিখ ব্যবহার ইত্যাদি।

তাই অনাকাঙ্ক্ষিত হ্যাকারদের থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ফাইল এবং সোশ্যাল মিডিয়ার আইডির পাসওয়ার্ড বারবার পরিবর্তন করুন। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে সংখ্যা, অক্ষর, চিহ্ন একসঙ্গে ব্যবহার করার বিষয়ে জোর দিন।

 

একুশে সংবাদ/স.ট/এনএস

Link copied!