মার্সিডিজের ডব্লিউ১৯৬ আর মডেলের সিলভার রঙের গাড়িটি জার্মানির স্টুটগার্টে এক নিলামে ৫ কোটি ১১ লাখ ৫৫ হাজার ইউরোয় (৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার পাউন্ড) রেকর্ড দামে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছয়’শ কোটি টাকা।
রেকর্ড দামে বিক্রি হওয়া গাড়িটি মার্সিডিজের একটি ‘স্ট্রিমলাইনার’ মডেলের গাড়ি। কিংবদন্তিতুল্য ব্রিটিশ চালক স্টারলিং মস ও হুয়ান ম্যানুয়েল ফাঙ্গিও ফর্মুলা ওয়ানে গাড়িটি চালিয়েছিলেন। পাঁচবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাঙ্গিও ১৯৫৫ সালে গাড়িটি চালিয়েই বুয়েনস এইরেস গ্র্যান্ড প্রি জয় করে ছিলেন।
বর্তমানে বিশ্বে এই মডেলের গাড়ি রয়েছে মাত্র চারটি। এত দামে বিক্রির মধ্য দিয়ে নতুন একটি রেকর্ড করেছে রুপালি রঙের ডব্লিউ১৯৬ আর এই গাড়িটি। বিশ্বে এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির মধ্যে গ্র্যান্ড প্রিক্স একটি। আর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির তালিকায় এর স্থান দ্বিতীয়।
জানা গেছে, বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়িটিও মার্সিডিজের তৈরি। সেটিও ১৯৫৫ সালে তৈরি একটি ৩০০ এসএলআর উহলেনহাউট কুপ স্পোর্টস কার। ২০২২ সালে সেটি সাড়ে ১৩ কোটি ইউরোয় বিক্রি হয়।
এর আগেও এই রেকর্ড গড়েছিল ফাঙ্গিওর আরেকটি গাড়ি। সেটিও একটি মার্সিডিজ ডব্লিউ১৯৬ মডেলের গাড়ি। এটি ১৯৫৪ সালে তৈরি করা হয়েছিল। গাড়িটি ২০১৩ সালে নিলামে ১ কোটি ৯৬ লাখ পাউন্ডে (কমিশন ও কর বাদ দিয়ে) বিক্রি হয়েছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :