দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’ এবার ঈদ উপলক্ষে লঞ্চ করেছে বিশেষ কালেকশন, যার নাম দেওয়া হয়েছে `মুভমেন্ট`। ঐতিহ্য, আভিজাত্য এবং আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই কালেকশনে পাওয়া যাবে পরিবারের সবার জন্য দারুণ সব স্টাইলিশ পোশাক।
মুভমেন্ট থিম:
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানিয়েছেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা হয়। এবারের ঈদে আমাদের নতুন কালেকশন ‘মুভমেন্ট’ আপনাকে প্রতিটি মুহূর্তে ইতিবাচকতা এনে দেবে।”
‘মুভমেন্ট’ থিমটির মূল ভাবনা হলো গতি ও সংযোগ। এটি আত্মিক, মানসিক, সামাজিক ও শারীরিক সংযোগকে প্রতিফলিত করে। ঈদের মতো উৎসবে এই থিম বিশেষ অর্থবহ কারণ ঈদ উদযাপনে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সংযোগ তৈরি হয়।
কালার প্যালেট ও ফেব্রিক:
লা রিভের ঈদ কালেকশনে চোখে পড়বে শান্তিময় আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোনের ব্যবহার। এর মধ্যে রয়েছে:
পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোন।
এনার্জি দেয় এমন রঙ যেমন: অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু।
উৎসবের আমেজ আনতে ব্যবহৃত হয়েছে: রেড, ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা ও গোল্ডেন রঙ।
ফেব্রিকের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ফ্লোয়ি মুভমেন্ট প্রদানকারী কাপড়। জুম, ক্রেপ, মসলিন ও সিল্কের চমৎকার কম্বিনেশন দেখা যাবে পোশাকে।
স্টাইল ও ডিজাইন:
লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে অভিজাত পার্টি পোশাকের নজর কাড়া সব ডিজাইন।
নারীদের জন্য: ট্রেন্ডি সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ি।
পুরুষদের জন্য: প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট, ডেনিম ও প্যান্ট পাজামা।
বাচ্চাদের জন্য: সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট সহ ম্যাচিং বটমস্।
ম্যাচিং ফ্যামিলি কম্বো:
পরিবারের সবার জন্য রয়েছে ম্যাচিং ফ্যামিলি কম্বো। বাবা-মা, মা-মেয়ের জন্য মিনি-মি ডিজাইন এবং বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং কালেকশনও থাকছে। এমনকি নবজাতকদের জন্যও থাকছে নিউ-বর্ন কালেকশনে ঈদ-উপযোগী পোশাক।
এআই-ভিত্তিক ভার্চুয়াল ট্রায়াল রুম:
গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে লা রিভ তাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে এআই (Artificial Intelligence) সমৃদ্ধ ভার্চুয়াল ট্রায়াল রুম। এর মাধ্যমে কাস্টমাররা অনলাইনে পোশাক কেনার আগে নিজেকে দেখে নিতে পারবেন পছন্দের পোশাকে কেমন লাগছে।
কোথায় লা রিভের ঈদ কালেকশন পাওয়া যাবে
ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়নমনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে।
অনলাইন: ঘরে বসেই কেনাকাটা করতে পারেন লা রিভের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে। মেসেঞ্জারেও অর্ডার প্লেস করা যাবে।
ঈদ ২০২৫-এ ‘লা রিভ’ নিয়ে এসেছে আভিজাত্য, ঐতিহ্য এবং আধুনিকতার চমৎকার মিশ্রণ। পরিবারের সবার জন্য থাকছে দারুণ সব স্টাইলিশ পোশাক। ঘরে বসেই শপিং করে উপভোগ করুন ঈদের আনন্দ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :