AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র

মাধুরী দীক্ষিত, যিনি কখনোই বয়সকে কোনো বাধা হিসেবে দেখেননি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গাঢ় লাল শাড়ি পরা কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো দেখে মনে হয়, বয়স সত্যিই শুধু একটি সংখ্যা। আজও তার সৌন্দর্য ও শোভা সবাইকে সমানভাবে মুগ্ধ করে।

hggjgkik

বয়স বাড়ার সঙ্গে অনেকেই পোশাকের রং এবং সাজ নিয়ে চিন্তা করতে শুরু করেন, তবে মাধুরী তা মেনে চলেন না। অনেকেই বয়স বাড়লে গাঢ় রঙের পোশাক পরতে আগ্রহী হন না, কিন্তু মাধুরী যে ধরনের সাহসী সিদ্ধান্ত নেন, তাতে বয়সের কোনো বাধা নেই।

hggjgkik

সম্প্রতি মাধুরী গাঢ় লাল ভেলভেট শাড়ি পরা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শাড়ির প্রান্তে সোনালি এমব্রয়ডারি এবং ফুলেল নকশা ফুটে উঠেছে। শাড়ির সঙ্গে হালকা সোনালি শ্যাম্পেন রঙের ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন তিনি। পোশাকশিল্পী শ্যামল এবং ভূমিকা এই অনন্য সাজে তাকে সাজিয়েছেন।

hggjgkik

মাধুরীর সাজে আরও একটি আকর্ষণীয় দিক ছিল তার গয়না। সোনালি সাজের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন সাদা মুক্তার চোকার, সাথে হিরার ফুলকারি লকেট এবং একটি জোড়া হিরার দুল। মেকআপ ছিল স্লিক এবং সাবলীল, যেন পোশাকের সাথে ভারসাম্য বজায় রাখা যায়—হালকা বেস, মায়াবী লাইনার, মাস্কারার পরত, ন্যুড লিপস্টিক এবং গালে লালচে আভা ছড়ানো ‘ডিউয়ি’ মেকআপ।

মাধুরী দীক্ষিত যেন বারবারই প্রমাণ করছেন, বয়স কোনো বাধাই নয়।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!